তৌহিদুল ইসলাম শামিম, স্টাফ রিপোর্টার: রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামীকাল শনিবার হাকিমপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের আগমন উপলক্ষে লিফলেট বিতরণ করেছে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় হিলি বাজার ও হাসপাতাল মোড় এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহেল সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সহ-সম্পাদক আরমান আলী প্রধান, এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপনসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
Leave a Reply