অপরাধ দৃষ্টি ডেস্ক: লক্ষ্মীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনসহ মোট ৩৯ জন অভিযুক্তের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দুদক জানিয়েছে, ১৪ অক্টোবর লক্ষ্মীপুর পৌর প্রশাসক বরাবর অভিযোগ সংক্রান্ত অনুসন্ধানের জন্য একটি স্মারকে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ১৯ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ২০ অনুসারে রেকর্ড ও তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত ৩৯ জনের তালিকায় রয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, কর নির্ধারক আব্দুর রহমান, উপসহকারী প্রকৌশলী শামছুল আলম, মোহাম্মদ ইসহাক, নকশাকারক এ বি এম আশরাফ উদ্দিন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের স্বজনরা।
১৪ অক্টোবর দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা কামরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, পৌরসভার তহবিল থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে ৩৯ ব্যক্তির নামে থাকা নাল জমি, ভিটি-বাড়ি, প্লট, দোকান, ফ্ল্যাটসহ অন্যান্য ক্রয়-বিক্রয় সম্পর্কিত নামজারি বা খতিয়ানের ছায়ালিপি দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।
Leave a Reply